ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
জয়পুরহাটে ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ

জয়পুরহাট: করোনা ভাইরাসের কারণে জয়পুরহাটের ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে।  
সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার হলরুমে জেলার ক্রীড়া সংশ্লিষ্ট ৪৫ জনের মধ্যে প্রণোদনা হিসেবে সাত হাজার টাকা করে মোট তিন লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।

 

জাতীয় ক্রীড়া পরিষদ ঢাকা থেকে পাওয়া আর্থিক প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবুসহ অনেকে।  

করোনার এ সংকটময় মুহূর্তে আর্থিক অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন জয়পুরহাটের ক্ষতিগ্রস্ত ক্রীড়া সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১ 
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।