ঢাকা: দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহীদ এজাজের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব)।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন স্বাক্ষরিত বার্তায় ডিকাবের পক্ষ থেকে এ শোক প্রকাশ করা হয়।
বার্তায় বলা হয়, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহীদ এজাজের মা খুরশীদা রায়হানের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ মাগরিব মগবাজার রেলগেট সংলগ্ন জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমার মরদেহ চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। সেখানে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় জানাজা শেষে চেরাগী পাহাড়, মোমিন রোড, কদম মোবারেক, শাহী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, রাহীদ এজাজ ডিকাবের স্থায়ী সদস্য ও সাবেক সভাপতি।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
টিআর/এমআরএ