ঢাকা: বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলামকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকির ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)। সোমবার (৮ ফেব্রুয়ারি) ডিআরইউ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব নুরুল আমিন রোকন, অপর অংশের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, এম শফিকুল করিম সাবু, সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন ও রফিকুল ইসলাম আজাদ, ডিআরইউর সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সৈয়দ শুকুর আলী শুভ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।
সভাপতির বক্তৃতায় ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী বলেন, দেশে যখনই কোনো অন্যায় হয় বা কাউকে হুমকি দেওয়া হয়, তখন এর তদন্ত হয়। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তাদের শাস্তি হয়। কিন্তু ব্যতিক্রম কেবল সাংবাদিকরাই। তাদেরকে হুমকি, নাজেহাল করা হলেও কোনো বিচার হয় না।
তিনি বলেন, ডিআরইউর সাবেক সভাপতি সাইফুল ইসলাম একজন সজ্জ্বন ব্যক্তি। তিনি একটি গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। তারমত একজন সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হলো, অথচ এখন পর্যন্ত জড়িতদের কাউকেই শনাক্ত করা হয়নি। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে আমরা বলতে চাই, যদি অবিলম্বে হুমকি দাতাদের শনাক্ত করে গ্রেফতার করা না হয়, তাহলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বলেন, দেশের সাংবাদিক সমাজ চরম ক্রান্তিকাল পার করছে। আজ নিজেদের স্বার্থ রক্ষায় গণমাধ্যমকর্মীদের রাস্তায় নামতে হচ্ছে। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমআইএস/এএটি