রাজবাড়ী: রাজবাড়ীর পদ্মা নদীতে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। ইতোমধ্যে মাছটি ৩৯ হাজার টাকায় ঢাকার এক শিল্পপতির কাছে সেটি বিক্রি করে দিয়েছে মাছ ব্যবসায়ীরা।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে হিরু হলদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পরে। মাছটি নদীর কিনারায় এনে ওজন দেওয়ার পর দেখা যায় মাছটির ওজন ৩০ কেজি।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট বাংলানিউজকে বলেন, বিশাল আকৃতির ওই বাঘাইড় মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করে। পরে আড়তে অন্য মাছ ব্যবসায়ীদের অংশ গ্রহণে ডাকের মাধ্যমে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার টাকায় কিনে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার টাকায় ঢাকার এক গার্মেন্ট ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এনটি