ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মার বাঁধ নির্মাণ দেখতে সিনিয়র সচিব

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
পদ্মার বাঁধ নির্মাণ দেখতে সিনিয়র সচিব পদ্মার বাঁধ নির্মাণ কার্যক্রম পরিদর্শনে সিনিয়র সচিব। ছবি: বাংলানিউজ

নবাবগঞ্জ (ঢাকা): দোহার উপজেলার নয়াবাড়ি থেকে নবাবগঞ্জ উপজেলা হয়ে মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়ন পর্যন্ত পদ্মা নদীর বাঁধ নির্মাণের কার্যক্রম পরিদর্শন করছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করিম বিন আনোয়ার।  

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ওই এলাকা পরিদর্শন করেন।

 

পরে দোহারের নয়াবাড়িতে এসে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করিম বিন আনোয়ার বলেন, দোহার-নবাবগঞ্জে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইছামতি নদী খনন করা, রেগুলেটর নির্মাণ করতে হলে নির্মাণ করা। ইছামতির সংযুক্ত যে সব খালগুলো দিয়ে পানি নিষ্কাশন হয় সেগুলো খনন করা হবে। আপনাদের এমপি সালমান এফ রহমান এ ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখছেন। একটু অপেক্ষা করুন, কাজ হবে।  

সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নদী ভাঙন কবলিতদের পুনর্বাসনসহ তাদের জীবন ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার প্রমুখ।

শেষে সচিবের কাছে দোহারের কার্তিকপুর এলাকার ইছামতি-পদ্মার সংযুক্ত পয়েন্টে একটি বক্স কালভার্ট নির্মাণ করে পানি চলাচলের সু-ব্যবস্থা করার দাবি জানান দোহার ও নবাবগঞ্জবাসী।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।