ফেনী: মিথ্যা তথ্য দিয়ে স্ত্রী-সন্তানের নামে উত্তোলন করা ভাতার ৪৮ হাজার ৩০০ টাকা ফেরত দিয়েছেন ফুলগাজীর দরবারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের (জগতপুর) সদস্য কামরুজ্জামান।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইউপি সদস্য কামরুজ্জামান নিজেই বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রোববার ফুলগাজীর সোনালী ব্যাংক শাখায় সমাজসেবা কার্যালয়ের হিসাব নম্বরে টাকা জমা দিয়েছেন।
এদিকে, কামরুজ্জামানকে কারণ দর্শানোর জবাব হাতে পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম। তিনি জানান, মঙ্গলবার সংশ্লিষ্ট ইউনিয়নের ভাতা যাচাই-বাছাই কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে। এরপর একটি প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছে পাঠানো হবে।
এর আগে বৃহস্পতিবার কারণ দর্শানোর জবাবে নিজের দায় স্বীকার করে নি:শর্ত ক্ষমা চেয়েছেন ইউপি সদস্য কামরুজ্জামান। জবাবে কামরুজ্জামান লিখেছেন, ইউপি সদস্য হিসেবে তিনি পরিবারের সদস্যদের ভাতা দেবার বিষয়ে যে পদক্ষেপ নিয়েছেন তা ঠিক হয়নি। ক্ষমা করলে তিনি স্বাভাবিকভাবে সরল জীবন-যাপন করবেন।
এর আগে ২ ফেব্রুয়ারি ‘নিজেকে মৃত দেখিয়ে স্ত্রীকে বিধবা ভাতা দিচ্ছেন ইউপি সদস্য’ শিরোনামে বাংলানিউজে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হলে তোলপাড় শুরু হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে একইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানকে কারণ দর্শাতে নোটিশ পাঠায় উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সেই নোটিশের লিখিত জবাব দেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এসএইচডি/ওএইচ/