ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে আগুনে পুড়ে অঙ্গার প্রভাষক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
খাগড়াছড়িতে আগুনে পুড়ে অঙ্গার প্রভাষক প্রভাষক মাওস্রিজিতা দেওয়ান

খাগড়াছড়ি: খাগড়াছড়ি শহরের কলেজ পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে আটকে মাওস্রিজিতা দেওয়ান (৩২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

তিনি খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক ছিলেন।

রাত আনুমানিক ১১টার দিকে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বলেন, একটি আগুনে পোড়া মরদেহ পেয়েছি। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

দুই বোন এক ভাইয়ের মধ্যে মাওশ্রিজিতা দেওয়ান দ্বিতীয়। তার বাবা জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলাম। আগুন ছড়িয়ে যাওয়ায় মাওশ্রিজিতা বের হতে পারেননি।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এডি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।