ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদকপাচারকারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
টেকনাফে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদকপাচারকারী নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোরে শাহপরীরদ্বীপ বিওপির দক্ষিণে গোলারচর পয়েন্টে এ ঘটনা ঘটে।
বিজিবির দাবি এ সময় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

টেকনাফ-২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বাংলানিউজকে জানান, দুইজন লোককে হস্তচালিত কাঠের নৌকায় নাফ নদী পার হতে দেখে বিজিবি সদস্যরা। এসময় বিজিবি সদস্যরা কৌশলী অবস্থান নিয়ে তাদের চ্যালেঞ্জ করে। এসময় মাদকপাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি করলে এক চোরাকারবারী পালিয়ে যায়, আরেকজনকে গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ৫২ হাজার পিস ইয়াবা ও এক লম্বা বন্দুক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আহত বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এবিএম এস দোহা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।