ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিলসহ আটক ৫

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিলসহ আটক ৫ ফেনসিডিলসহ আটক পাচারকারীরা।

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের গাতিপাড়া এলাকা থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ ৫ পাচারকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি) ভোরে গাতিপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটক আসামিরা হলেন- গাতিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে বিল্পব হোসেন (৩৩), একই এলাকার আলী হোসেন ছেলে আব্দুল্লাহ (২০), সিরাজ ব্যাপারীর ছেলে হাফিজুর রহমান (২৭), মৃত ইউনুচ মোল্লার ছেলে মাহাবুবুর রহমান (৩১) ও মিজানুর রহমানের ছেলে রেজাউল ইসলাম( ৪০)।

পুলিশ জানায়, ভারত থেকে মাদকের একটি চালান গাতিপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯,  ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।