ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: কুসিক কাউন্সিলর রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: কুসিক কাউন্সিলর রিমান্ডে কুসিক কাউন্সিলর আলমগীর হোসেন

কুমিল্লা: কুমিল্লা নগরীর ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী আক্তার হোসেনকে কুপিয়ে হত্যার মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) কাউন্সিলর আলমগীর হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে কুমিল্লার ৯ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহমুদ খান এই রিমান্ড মঞ্জুর করেন।



বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (ওসি) দেবাশীষ চৌধুরী।

ওই ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর আলমগীর গত ৪ ফেব্রুয়ারি জামিন নিতে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে গিয়েছিলেন। সেদিন আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন আলমগীর। উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হলে ওইদিন আদালতে হাজির হয়ে ফের জামিনের আবেদন করেন তিনি।
পুলিশ পরিদর্শক (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, কাউন্সিলর আলমগীরকে কারাগারে পাঠানোর পর আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করি। সেই আবেদনের শুনানি হয় মঙ্গলবার দুপুরে। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে। আশা করছি, জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ওই হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।  

নিহত ওই ব্যবাসায়ীর পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত বছরের ১০ জুলাই শুক্রবার জুমার নামাজের পর নগরীর কোটবাড়ি সড়কের চাঙ্গিনি মোড় এলাকায় কুসিকের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের নেতৃত্বে ব্যবসায়ী আক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়।  

এ ঘটনায় কাউন্সিলর আলমগীরসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত ব্যবাসায়ী আক্তারের স্ত্রী রেখা বেগম। মামলাটির তদন্ত করছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।