ঢাকা: স্বামীর মৃত্যুর বিষয়টি গোপন রেখে প্রতারণার মাধ্যমে সিটি ব্যাংকের গুলশান শাখা থেকে এক কোটি ৪০ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে অঞ্জু কাপুর (৫৪) নামে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মৃত মোস্তফা জগলুল ওয়াহিদ পেশায় একজন বৈমানিক ছিলেন। তার স্ত্রী অঞ্জু কাপুর একজন ভারতীয় নাগরিক। তাদের বিয়ের পর ২০২০ সালের ১০ অক্টোবর মোস্তফা জগলুল আহমেদ মারা যান। এরপর দিন গত ১১ অক্টোবর সিটি ব্যাংকের গুলশান শাখা থেকে এক কোটি ৪০ লাখ টাকা তুলে নেন অঞ্জু। এ ঘটনায় মৃত মোস্তফা জগলুলের মেয়ে মুশফিকা মোস্তফা ২০২০ সালের ২৫ ডিসেম্বর গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় আঞ্জুকে গ্রেফতার করে সিআইডি ঢাকা মেট্রো উত্তরের একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে অঞ্জুকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সিটি ব্যাংকের গুলশান শাখায় মোস্তফা জগলুল ওয়াহিদের একটি ব্যাংক হিসাব রয়েছে। এ হিসাবটি পরিচালনার জন্য স্ত্রী আঞ্জুকে ম্যান্ডেট দেওয়া হয়েছিল। বিভিন্ন সময় তিনি তার ব্যাংক হিসাব পরিচালনা করতেন বলে আমরা জানতে পেরেছি।
বিপুল পরিমাণ অঙ্কের টাকা ব্যাংক থেকে কীভাবে উঠানো হলো? এবং সংশ্লিষ্ট ব্যাংকের কেউ জড়িত রয়েছে কি-না এ বিষয়টি খতিয়ে দেখছি আমরা বলেও জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসজেএ/আরআইএস