ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়পুরে ৫ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
রায়পুরে ৫ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।  

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডাকাতির প্রস্তুতির মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

এর আগে গত সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার চরপাতা ইউপির পূর্ব চরপাতা গ্রামের খাইল্লাগো পুলের সামনের আক্তারুজ্জামান পাটোয়ারী বাড়ির রাস্তার উপর থেকে তাদের আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদি ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গণপিটুনির শিকার যুবকরা হলেন- কুমিল্লার লটিয়া গ্রামের আবদুর রবের ছেলে সুমন (২৪), বরিশালের বাকেরগঞ্জের দেউলি গ্রামের তৈবুর রহমানের ছেলে ইলিয়াস (৩৯), লক্ষ্মীপুর সদরের মাছিমনগর গ্রামের হোসেন আহাম্মদ ভূঁইয়ার ছেলে বি এম জাকারিয়া ওরফে রাকিব (৪২), গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাজিব মোল্লা (৩০) ও কুমিল্লার তিতাসের বাতাকান্দি গ্রামের হাসিমুলের ছেলে সানাউল (২৫)।

পুলিশ জানায়, সোমবার ভোরে রাতে চরপাতা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চরপাতা গ্রামের খাইল্লাগো পোল টু মালিবাড়ি সড়কের আক্তারুজ্জামান পাটোয়ারী বাড়ির আগে রবি ও এয়ারটেল টাওয়ারে পাঁচজন যুবক প্রাইভেটকারযোগে এসে ডাকাতির প্রস্তুতি নেয়। স্থানীয়রা বুঝতে পেরে চারদিক থেকে তাদের ঘেরাও করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে ওসির নেতৃত্বে এসআই মোহাম্মদ সাফায়েত উল্লাহ ও এসআই মো. আব্দুল কুদ্দুছসহ পুলিশ ওই পাঁচ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।  

রায়পুর থানার পরিদর্শক (ওসি) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাঁচ যুবককে ডাকাতির সরঞ্জাম ও একটি প্রাইভেটকারসহ আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ডাকাতির প্রস্তুতির মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১ 
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।