ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে স্মার্টকার্ড বিতরণ শুরু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
শ্রীমঙ্গলে স্মার্টকার্ড বিতরণ শুরু স্মার্টকার্ড বিতরণ সংক্রান্ত বিষয়ক অনুষ্ঠানে অতিথিরা, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন জানান, শ্রীমঙ্গল উপজেলার দুই লাখ ৫১ হাজার ১৩৯ জন ভোটারের মধ্যে প্রাথমিকভাবে বিতরণের জন্য দুই লাখ ১২ হাজার ৯৯৩ জনের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। বাকিদের ধাপে ধাপে বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।