ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
মহেশপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪ মহেশপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়া সময় শিশুসহ চারজন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,  আটকদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশু রয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরণের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সময় সতর্ক রয়েছে বিজিবি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।