রংপুর: রংপুরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে দুইটি কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে রংপুরের মাহিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, বিএসটিআই ও মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মাহিগঞ্জ এলাকায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশের দুইটি মুড়ি তৈরির কারখানার খবর পাওয়া যায়। ফলে কারখানার মালিক দুটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভবিষ্যতে এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি না করার অঙ্গীকার করেন কারখানা মালিকরা।
সাধারণ মানুষের নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত ও জনস্বাস্থ্যের জন্য হুমকির বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইবাদত মানিক ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এএটি