ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে স্ত্রী-শাশুড়িকে গলাকেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
বুড়িচংয়ে স্ত্রী-শাশুড়িকে গলাকেটে হত্যা

ফেনী: কুমিল্লার বুড়িচং উপজেলায় স্ত্রী ও শাশুড়িকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক লোকমান হোসেনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ আটক করে পুলিশে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার হালগাঁওয়ে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন-কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বল্লভপুর গ্রামের শাহলম মিয়ার স্ত্রী জানু বিবি (৫৫) ও তার মেয়ে ফারজানা বেগম (২৫)।

আটক লোকমান হোসেন বুড়িচং উপজেলার সাত নম্বর মোকাম ইউনিয়নের নিমসারের হালগাঁও গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাশুড়ি জানু বিবি তার মেয়ে  ফারজানার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে শাশুড়ি ও স্ত্রীকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন লোকমান। পরে স্থানীয়রা লোকমানকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। লোকমান মাদকাসক্ত ছিলেন বলেও জানান স্থানীয়রা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক লোকমানকে ছুরিসহ আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।