ঢাকা: লালবাগে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাওলানা জসিম উদ্দিন (৫৫) নামে হেফাজতের ইসলামের এক নেতাকে আহত হয়েছেন।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লালবাগ শাহী মসজিদ সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলের দিকে লালবাগের পোস্তা এলাকায় জামিয়া কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে বের হয়ে রিকশায় করে লালমাটিয়া তার বাসায় যাচ্ছিলেন। এ সময় রিকশার পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এ নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে আবার তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যেক্ষদর্শী ওই মাদ্রাসার ছাত্র কাউসার আলম বাংলানিউজকে বলেন, মাওলানা জসিম উদ্দিন ওই মাদ্রাসা মুহাদ্দিস। লালবাগ শাহী মসজিদ সামনে রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। কেন বা কারা তাকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি তিনি।
তবে তিনি জানান, সিসি ক্যামেরা ফুটেছে দেখা গিয়েছে একজন থাকে ছুরিকাঘাত করেছে, পাশে আরেকজন ছিল কি-না তা জানা যায়নি। তবে তার বয়স খুবই অল্প ছিল।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) আসলাম মোল্লা বাংলানিউজকে জানান, সিসিটিভি ফুটেজে দেখা হচ্ছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, তার পিঠে আঘাতের চিহ্ন আছে। ওনাকে রক্ত দেওয়া হচ্ছে। একটু স্টাবল হলে অস্ত্রোপচার করা হবে।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এজেডএস/এসআরএস