ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অশালীন কাজে বাধা দেওয়ায় কলেজ শিক্ষককে পিটিয়ে জখম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
অশালীন কাজে বাধা দেওয়ায় কলেজ শিক্ষককে পিটিয়ে জখম আহত শিক্ষক। ছবি: বাংলানিউজ

খুলনা: প্রেমিক যুগলকে প্রকাশ্যে অশালীন কাজে বাধা দেওয়ায় খুলনার সরকারি বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলীকে (৪০) পিটিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার বিএল কলেজ রোডে সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষক মোহাম্মদ আলী মহানগরীর দৌলতপুরের পাবলা মোল্লার মোড়ের মো. মতিয়ার রহমান মুন্সীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী প্রতিদিনের মতো কলেজের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। দৌলতপুরের বিএল কলেজ রোডে সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে দুই জন ছেলে-মেয়েকে অশালীন অবস্থায় দেখে তাদের সেখান থেকে চলে যেতে বলেন। তিনি এর আগেও তোমাদের এখানে এ অবস্থায় দেখেছেন বলে মন্তব্য করেন। এতে ছেলেটি রাগান্বিত হয়ে ফোন করে ৪/৫ জনকে ডেকে এনে শিক্ষক মোহাম্মদ আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পাথর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার মাথায় জখম হয়। একপর্যায়ে খবর পেয়ে আত্মীয়-স্বজন এসে ঘটনাস্থল থেকে শিক্ষক মোহাম্মদ আলীকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি-১ বিভাগে ভর্তি করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ঘটনা শুনে হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। তবে এখনো এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।