ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইব্রাহিমপুরে একটি বাড়িতে র‌্যাবের ভেজালবিরোধী অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
ইব্রাহিমপুরে একটি বাড়িতে র‌্যাবের ভেজালবিরোধী অভিযান

ঢাকা: রাজধানীর দক্ষিণ ইব্রাহিমপুর স্বাধীনতা চত্বর এলাকায় ভেজালবিরোধী অভিযান চালাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চলছে।

অভিযানে সহযোগিতা করছে র‍্যাব-৪ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

র‍্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, বিপুল পরিমাণ নকল মেয়াদোত্তীর্ণ আড়ং ঘি, মিল্কভিটা ঘি, রেড কাউ বাটার ওয়েল, বিদেশি নামিদামি ব্র্যান্ডের সয়া সস, অয়েস্টার সস, ফিস সস জব্দ করা হয়েছে। এখনো অভিযান চলছে। এ বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।