ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
পঞ্চগড়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় ৬ শতক জমি নিয়ে বিরোধের সংঘর্ষে লাঠির আঘাতে সুফিয়া খাতুন (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় সংঘর্ষে উভয়পক্ষের সাতজন আহত হন।

এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পরপর অভিযুক্ত বাকিরা পালিয়ে যায়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কুনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন একই এলাকার কামরুজ্জামানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে নিহত সুফিয়া খাতুন পরিবারসহ তাদের আবাদের ওই ৬ শতক জমিতে বাদাম চাষের জন্য জৈবসার ফেলতে যান। তখন ওই এলাকার তাইবুল আলম তার ৩ ছেলে হারুন, লতিফুর ও আমজালুর রহমানকে নিয়ে তাদের মারধর করেন। ঝগড়া বিবাদের খবর শুনে দুই পক্ষের আরো লোকজন ঘটনাস্থল উপস্থিত হলে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ২ পক্ষের মোট ৭ জন আহত হন। এদিকে সুফিয়াকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হামলাকারী চন্দনবাড়ি এলাকায় তাদের ওপর আবার হামলা চালায়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে দেয়। অন্যদিকে, সুফিয়ার অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে পাঠালে। সেখানে নেওয়ার পথে সুফিয়া রাস্তায় মারা যান।

সংঘর্ষে উভয়পক্ষের আহতরা হলেন- নিহতের স্বামী কামরুজ্জামান (৬৫), মেয়ে কলপনা (২৮), আসাদুজ্জামান (৪০) ফেনি বেগম (৩০), তাইবুল আলম (৬০), নারগিস আক্তার (৩৫) ও লুতফা বেগম (৫০)।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরি বাংলানিউজকে জানান, এ ঘটনায় আমজালুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের স্বামী কামরুজ্জামান থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।