ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২০ লাখ টাকার নকল পণ্য জব্দ, জরিমানা ৬ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
২০ লাখ টাকার নকল পণ্য জব্দ, জরিমানা ৬ লাখ ২০ লাখ টাকার নকল পণ্য জব্দ

ঢাকা: বিভিন্ন ব্র্যান্ডের নকল ঘি, সয়া সস উৎপাদন, বিদেশি টেক্সটাইল কেমিক্যাল ব্যবহার করে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার অপরাধে রিগার্ড কোম্পানির মালিক মো. আলী আজগরকে (৩৮) ৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও, ২০ লাখ টাকার অবৈধ পণ্য ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টায় রাজধানীর দক্ষিণ ইব্রাহিমপুর স্বাধীনতা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘বিভিন্ন ব্র্যান্ডের নকল ঘি, বাটার অয়েল, সয়া সস তৈরি ও মজুদ করে বিক্রি করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। ভুঁইফোড় কোম্পানি রিগার্ডের মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের জেল। এখান থেকে ২০ লাখ টাকার অবৈধ নকল পণ্য ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। বিদেশি টেক্সটাইল কেমিক্যাল ব্যবহার করে পণ্য উৎপাদন করছিল, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। ভুঁইফোড় এ কোম্পানির কোনো লাইসেন্স ছিল না। নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর বিধান অনুযায়ী জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে। ’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাজীপুরের একটি স্থান থেকে পণ্য উৎপাদন করা হতো। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ’

অভিযানে সহযোগিতা করছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং (বিএসটিআই) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এমএমআই/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।