মাদারীপুর: পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর অপরাধে মাদারীপুর জেলার শিবচরে ২ ইটভাটার মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মুন্সি ব্রিকসের মালিককে ৩০ হাজার এবং সেতু ব্রিকসের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম বাংলানিউজকে বলেন, পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর কারনে দুইটি ইটভাটা মালিককে ইট প্রস্তত ও ইট ভাটা নির্মান আইন ২০১৩ অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়েছে। এর মধ্যে মুন্সী ব্রিকস মালিককে ৩০ হাজার টাকা ও সেতু ব্রিকস মালিককে এক লাখ টাকাসহ মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন স্থানের আরো দুটি ইটভাটা পরিদর্শন করা হয়। তবে কাগজপত্র তাদের সঠিক পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এনটি