ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিমন্ত্রীসহ ৩০ কূটনীতিক টিকা নিলেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
প্রতিমন্ত্রীসহ ৩০ কূটনীতিক টিকা নিলেন প্রতিমন্ত্রীসহ ৩০ কূটনীতিক টিকা নিয়েছেন

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ ২৫ দেশের ৩০ জন কূটনীতিক টিকা নিয়েছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে তারা টিকা নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ ২৫ দেশের ৩০ জন কূটনীতিক টিকা নিয়েছেন।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসা তিরিং, জার্মানি, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের রাষ্ট্রদূতরা টিকা নিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ঢাকার ১২শ’ কূটনীতিককে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা পর্যায়ক্রমে টিকা নেবেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।