ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরবানি করে সবাই টিকা নিন: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
মেহেরবানি করে সবাই টিকা নিন: অর্থমন্ত্রী

ঢাকা: সবাইকে প্রাণঘাতি করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আমরা যদি সবাই টিকা নিয়ে নেই, তাহলে কারো মধ্যে ছড়াতে পারবো না।

সেজন্য আমি সবাইকে অনুরোধ করছি মেহেরবানি করে টিকা নেবেন। সবাই টিকা নিয়ে নেন। সবদেশেই টিকা নিচ্ছে। সারাবিশ্ব টিকা নিচ্ছে, আমরা নেবো না কেন?

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

টিকা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) টিকা নিয়েছি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারে টিকা নিয়েছি। তবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোনো কিছুই দেখিনি আমি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম টিকা নিয়েছিলাম, সে সময় জ্বর আসতো। তবে এ টিকা নেওয়ার পর ব্যাথাও হয়নি, জ্বরও আসেনি। সবাই মেহেরবানি করে টিকা নেবেন।

অর্থমন্ত্রী বলেন, অনেকে এখন চিন্তা করে আমার দরকার নেই, আমি কখনও করোনায় আক্রান্ত হবো না। আমার টিকা নেওয়ার দরকার নেই। আমি মনে করি যে, টিকা নিলাম এর ফলে আমার উপকার হবে আশা করি, ঠিক তেমনিভাবে আমি প্রত্যাশা করি আমার এ টিকা দেয়ার কারণে আমি অন্য কাউকে আক্রান্ত করবো না। কারণ ভাইরাসটি মানুষ দ্বারা একজন থেকে আরেকজনের মধ্যে যায়।

তিনি বলেন, আমাদের কাজ হলো সবাইকে বুঝানো, এটা নেওয়া প্রয়োজন। এটার প্রয়োজনীতা যখন তারা বুঝবে সবাই নিশ্চয়ই টিকা নিতে আসবে। এটা আপনারদের (গণমাধ্যম) মাধ্যমে তারা এটা আরও ভালো বুঝতে পারবে। সেজন্য আমাদের টিকা নিয়ে বুঝাতে হবে। সবাইকে বুঝাতে হবে টিকা নেওয়া উচিত।

ভার্চ্যুয়াল থেকে সরাসরি কবে থেকে মিটিং শুরু হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, অবশ্যই সবাই যদি টিকা নেন আমার সঙ্গে যারা থাকেন টিকা নিলে আমরা সরাসরি কাজ করবো।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।