ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএসসিসির প্রতি ওয়ার্ডে খেলার মাঠ থাকবে: তাপস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
ডিএসসিসির প্রতি ওয়ার্ডে খেলার মাঠ থাকবে: তাপস ...

ঢাকা: প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।  

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, স্বাধীনতার পর সিটি করপোরেশন আয়োজিত এটাই প্রথম আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা। এই বছরের প্রতিযোগিতাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করেছি। তবে প্রতি বছর আমরা এই আয়োজন চালিয়ে যাব।  

তিনি বলেন, আমরা যেখানেই জমি পাচ্ছি, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে খেলাধুলার জন্য মাঠ তৈরি করছি। আমাদের প্রথম লক্ষ্য হলো আমাদের সন্তানদের খেলাধুলার জন্য ৭৫টি ওয়ার্ডে অন্তত যেন একটি করে খেলাধুলার উপযোগী মাঠ থাকে। যেখানে আমাদের সন্তানরা খেলাধুলা করতে পারবে। এর পরবর্তী পদক্ষেপ হবে পর্যাপ্ত জায়গা জুড়ে মানসম্পন্ন মাঠ তৈরি করা। প্রয়োজনে জমি অধিগ্রহণ করে হলেও সন্তানদের জন্য মাঠের ব্যবস্থা করার প্রত্যয় এবং লক্ষ্য আমরা নির্ধারণ করেছি।

উদ্বোধন অনুষ্ঠান শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ডের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্য রাখেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সংরক্ষিত মহিলা আসন-২ এর সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, ডিএসসিসির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।