ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খেতাব বাতিলের বিষয়ে ৩ সদস্যের কমিটি গঠন: শাজাহান খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
খেতাব বাতিলের বিষয়ে ৩ সদস্যের কমিটি গঠন: শাজাহান খান

মাদারীপুর: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, বঙ্গবন্ধু হত্যায় মদদদাতা জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খানের বীর মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আইনগত প্রক্রিয়া যাচাইয়ের জন্য গঠন করা হয়েছে ৩ সদস্যের একটি কমিটিও।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম চলাকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

শাজাহান খান বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭২তম সভায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে মুক্তিযুদ্ধে স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের তালিকা থেকে খন্দকার মোশতাকের নামও বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। খেতাব বাতিলের ব্যাপারে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আমি (শাজাহান খান), উপাধ্যক্ষ আ. শহীদ। এই কমিটি আইনগত বিষয়সহ আইন মন্ত্রণালয়ে মিটিংসহ বিভিন্ন প্রস্তাবনা প্রস্তুত করবে। এই কমিটি শিগগিরই বসে আইনগত বিষয়গুলো পরীক্ষা নিরিক্ষা করে প্রস্তাবনা দেবে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।