ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
সিলেটে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটে নিখোঁজের ৪২ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবা থেকে সামি আহমদ নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঘরের পেছনের ডোবা মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

 

সামি জেলার বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরা এলাকার শামীম মাহমুদ ও শাবানা বেগম দম্পতির ছেলে। সোমবার (৮ ফেব্রুয়ারি) বাড়ির পেছনে দোলনায় খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।

সামির চাচাতো ভাই ফরহাদ আহমদ তানিম বাংলানিউজকে জানান, সোমবার বাড়ির পেছনে দোলনায় খেলতে গিয়ে ডোবায় পড়ে তলিয়ে যায় সামি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় ওইদিনই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তার সন্ধানে বাড়ির আশপাশের ৭টি ডোবা ও পুকুর সেচ দেওয়া হয়। বুধবার দুপুরে ঘরের পেছনের ডোবায় সামির নিথর দেহ ভেসে ওঠে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে শিশু সামির মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, শিশুটি খেলতে গিয়ে ডোবায় পড়ে মারা গেছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।