ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয় জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয় জনের কারাদণ্ড

ব‌রিশাল:  বরিশাল কীর্তনখোলা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার লাখ টাকা জরিমানা ও ছয় জনকে কারাদণ্ড দিয়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ ফেব্রুয়া‌রি) বি‌কে‌লে বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীরের নেতৃত্বে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করা হয়।



অভিযান পরিচালনাকালে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ছয় ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং চার লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে তিনটি ড্রেজার ও একটি বাল্কহেড (বলগেট) আটক করা হয়।

অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন কোস্টগার্ড ও জেলা পুলিশের সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।