ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছোট ভাইয়ের শাবলের আঘাতে বোন ও পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
ছোট ভাইয়ের শাবলের আঘাতে বোন ও পথচারীর মৃত্যু

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ছোট ভাইয়ের শাবলের (লোহার খুন্তি) আঘাতে আপন বোন ও এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রদীপ কুমার সিং (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার লক্ষ্মীতাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- নিয়ামতপুর উপজেলার লক্ষ্মীতাড়া গ্রামের মৃত নিখিলেস কুমার সিং এর মেয়ে লিপি রাণী সিং (৩২) ও ভাদরন্দ্র গ্রামের মনু কুমার (৫৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে প্রদীপ কুমার মানসিক রোগে ভুগছেন। প্রতিদিন তাকে তার মা ও বোন ওষুধ খাওয়ান। বুধবার বিকেল সাড়ে ৭টার দিকে লিপি রাণী মানসিকভাবে অসুস্থ তার ছোট ভাই প্রদীপ কুমারকে ওষুধ খাওয়াতে যান। কিন্তু প্রদীপ কিছুতেই ওষুধ খেতে রাজী হচ্ছিলেন না। জোর করে ওষুধ খাওয়াতে চাইলে শাবল দিয়ে বোনের মাথায় আঘাত করেন প্রদীপ এবং তৎক্ষণাৎ লিপি রাণী মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির ভেতর থেকে লিপি রাণীর চিৎকার শুনে মনু কুমার নামে এক পথচারী তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় তাকেও রড দিয়ে মাথায় আঘাত করেন প্রদীপ। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুই জনেরই মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কুমার বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহত লিপি রাণী ও মনু কুমারের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না হলেও এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে।

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।