শেরপুর: শেররপুরের নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুর নিচে চাপা পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী সীমান্ত এলাকার চেল্লাখালী নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন স্থানীয় মাজম আলী নামে এক বালু ব্যবসায়ী। বুধবার সন্ধ্যা সাতটার দিকে প্রায় ২০ ফুট গভীর থেকে বালু উত্তোলনের সময় গর্তের পাড় ধসে বালুর নিচে চাপা পড়েন রিপন। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে রাত আটটার দিকে খবর পেয়ে স্থানীয়রা রিপনকে উদ্ধার করতে ঘটনাস্থলে যান। এদিকে খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১০টার দিকে গর্তের পানি অপসারণ করে শ্রমিক রিপনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বাংলানিউজকে জানান, রিপনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
আরআইএস