ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মালদ্বীপে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত করার অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
মালদ্বীপে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত করার অনুরোধ

ঢাকা: মালদ্বীপে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের নিয়মিত করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ ঢাকা সফরকালে তাকে এ অনুরোধ জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক যৌথ ইশতেহারে এ তথ্য জানানো হয়।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ ৮-১১ ফেব্রুয়ারি ঢাকা সফর করেন। সফর শেষে যৌথ ইশতেহার উল্লেখ করা হয়। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ড. একে আব্দুল মোমেন অনিয়মিত কর্মীদের বৈধ করার লক্ষ্যে ২০১৯ সালে মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে চালু হওয়া ‘নিয়মিতকরণ কর্মসূচি’র প্রশংসা করেন। ড. মোমেন মালদ্বীপ সরকারকে বাকি অনিয়মিত বাংলাদেশি প্রবাসীদের শিগগিরই বৈধ করার অনুরোধ করেন।

বৈঠকে আগামী মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের ঢাকা সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ঢাকা সফরকালে ১০ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। ড. একে আব্দুল মোমেনের সঙ্গে ৯ ফেব্রুয়ারি দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। একই দিনে দু’দেশের মধ্যে দু’টি  সমঝোতা স্মারক সই হয়।

দুই পররাষ্ট্রমন্ত্রী  দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চুক্তির বিষয়ে আলোচনা করেছেন। তারা অভিমত প্রকাশ করেছেন, এই চুক্তি হতে পারে। ঢাকা সফরকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তার দেশের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।