ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেয়র তাপসের সঙ্গে রাষ্ট্রদূত মাসুদ মান্নানের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
মেয়র তাপসের সঙ্গে রাষ্ট্রদূত মাসুদ মান্নানের সাক্ষাৎ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান।  

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবেনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়।  

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাসুদ মান্নান রেড ক্রিসেন্ট ঢাকা সিটি ইউনিটের জন্য চারটি হুইলচেয়ার হস্তান্তর করেন।

ব্যারিস্টার শেখ তাপস রাষ্ট্রদূত মান্নানকে ধন্যবাদ জানিয়ে বলেন, রেড ক্রিসেন্ট মানুষের দুর্যোগে মানবিক সহযোগিতা নিয়ে সব সময় মানুষের পাশে দাঁড়ায়। এটি মানবসেবায় অগ্রবর্তী একটি সংগঠন।

‘আপনার দেওয়া চারটি হুইলচেয়ার শারীরিকভাবে নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে থাকা চারজন মানুষকে দেওয়া হবে। এতে তাদের দৈনন্দিন চলাফেরায় কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য আসবে। আপনার দেখানো পথ অনুসরণ করে সমাজের বিত্তশালী ব্যক্তি এবং মানবপ্রেমী জনগণ মানুষের পাশে এসে দাঁড়াতে উদ্বুদ্ধ হবে। ’

এসময় রাষ্ট্রদূত মাসুদ মান্নান বলেন, তুরস্ক সরকারের মানবসেবাধর্মী সংগঠন সংস্থা টিকা’র (TiKA-Turkish Cooperation and Coordination Agency) সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিশেষত রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিট কীভাবে একতাবদ্ধ ও সমন্বিত পন্থায় দুর্দশাগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরীফ খান, অ্যাপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ পারভেজ উদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।