নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেকোরেটর ব্যবসায়ী রাজু মিয়া (২১) হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে বাদীসহ দুইজনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এ ঘটনায় রাজীয়া বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বাদী রাজীয়া বেগম জানান, গত বছরের ১লা জুলাই তার ছেলে ডেকোরেটর ব্যবসায়ী রাজু মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় মা রাজীয়া বেগম বাদী হয়ে উপজেলার মাঝিনা নদীরপাড় এলাকার খোকন মিয়ার ছেলে মামুন মিয়া ও একই এলাকার মোক্তার হোসেনের ছেলে নয়ন ওরফে হাত কাটা নয়নকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের কয়েকদিন পরেই তারা আদালত থেকে জামিন পেয়ে যান। বেশ কিছুদিন ধরেই মামলার আসামিরা রাজীয়া বেগমকে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল।
গত বৃহস্পতিবার বিকেলে রাজীয়া বেগম ও তার ছোট ভাই জামান মিয়া নিজ বাড়ি থেকে বাজার করতে মুড়াপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তারা ইছাখালী মোড় এলাকায় পৌছাঁলে আসামি মামুন মিয়া, নয়ন ও তাদের আত্মীয় স্বজন কবির হোসেন, সুমন মিয়া, লতা বেগম, পারভেজ, মোক্তার হোসেন, ইকবালসহ অজ্ঞাত আরো দুই/তিন জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় তাদের এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। মামলা উঠিয়ে না নিলে তাদের হত্যা করবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
আরএ