যশোর: যশোরের মণিরামপুরে ঝাঁপা বাঁওড়ে বন্ধুদের সঙ্গে নৌকা থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ কলেজছাত্র আল ফারাহ শোয়েবের মরদেহ উদ্ধার হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ডুবুরি হুমায়ুন কবির মরদেহটি উদ্ধার করেন।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় তিন ঘণ্টা অনুসন্ধান চালিয়ে তারা শোয়েবের সন্ধান পান।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল আজিজ বাংলানিউজকে বলেন, ছেলেটি যেখানে লাফিয়ে পড়েছিল সেখান থেকে ১০০ হাত উত্তর-পূর্বপাশে তার মরদেহ পাওয়া গেছে। আমরা মরদেহটি হাসপাতালে পৌঁছে দিয়েছি। সেখানে থানা পুলিশ মরদেহটি গ্রহণ করেছে।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, কিছু প্রক্রিয়া শেষে শোয়েবের মরদেহ তার স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে যশোরের একটি কোচিং সেন্টার থেকে ১৮ জন কলেজছাত্র রাজগঞ্জ বাজার সংলগ্ন ঝাঁপা বাঁওড়ের পশ্চিমপাড়ে পিকনিকে আসেন। এরপর তারা সবাই জেলা প্রশাসক ভাসমান সেতুর তীর থেকে নৌকায় চড়ে বাঁওড় ভ্রমণে বের হন। নৌকাটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে শোয়েব, তন্ময় ও রিফাত তিন বন্ধু নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়েন। তাদের মধ্যে তন্ময় ও রিফাত তীরে উঠে এলেও নিখোঁজ হন শোয়েব।
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শোয়েবকে উদ্ধারে স্থানীয়দের সঙ্গে পানিতে নামেন মণিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে খুলনা থেকে আসা ডুবুরিরা কাজে অংশ নেন। তারা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার কাজ চালান।
শোয়েব যশোর সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি যশোরের পুরাতন কসবা এলাকার শাহিন হোসেনের ছেলে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
ইউজি/আরবি