কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় রাজকীয় কায়দায় হাতির পিঠে চেপে কনের বাড়ি গিয়ে বাল্যবিয়ে করেছেন। বর সম্রাট প্রাপ্তবয়স্ক হলেও কনের বয়স ১৭।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
হাতির পিঠে চেপে আসা বর সম্রাট নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের বদ্ধু খানের ছেলে এবং কনে ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের দুলাল মিয়ার মেয়ে আদুরী আক্তার (১৭)।
ভাঙামোড় ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান বাবু ও স্থানীয়রা বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে বর সম্রাট হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়ার সময় রাস্তায় উৎসুক জনতার ভীড় জমে। বিষয়টি ইউপি চেয়ারম্যানের নজরে এলে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হন।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ আসার খবরে বর ও কনেপক্ষ দ্রুত বিয়ে সম্পন্ন করে রাতের অন্ধকারে বাড়ি থেকে সটকে পড়ে বলে জানান স্থানীয়রা।
কনের দুলাভাই হাফিজুল ইসলাম বলেন, ফুলবাড়ীর বড়ভিটা কলেজ মাঠে আয়োজিত স্থানীয় একটি সার্কাসের হাতি ১৫ হাজার টাকায় ভাড়া করে পিঠে চেপে বিয়ে করতে আসেন বর সম্রাট। কনের বয়স কম ও দশম শ্রেণির ছাত্রী হওয়ায় পুলিশ আসার খবরে সবাই বাড়ি থেকে পালায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বাংলানিউজকে বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন খবরে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু পুলিশ গিয়ে বিয়েবাড়িতে কাউকে পায়নি। তবে জানতে পেরেছি পুলিশ যাওয়ার অগেই বিয়ে সম্পন্ন করে উভয়পক্ষ সটকে পড়েছে।
বাংলাদশে সময়: ০২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এফইএস/এএ