ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন ইতো নাওকি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন ইতো নাওকি ইতো নাওকি

ঢাকা: ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি শুভেচ্ছা জানান।



জাপানের রাষ্ট্রদূত বলেন, আমি বসন্তের প্রথম দিনটি ‘১লা ফাল্গুন’ বাংলাদেশে উদযাপন করতে পেরে খুশি। শীত, শুকনো শীতের পরে এখন সবকিছু আবারও জীবন্ত বলে মনে হচ্ছে এবং আমরা বাতাসে বসন্তের মনোরম উষ্ণতা এবং আদ্রতা অনুভব করতে পারছি।

যদিও আমরা এখনও কোভিড-১৯ এর জন্য কঠিন পরিস্থিতিতে, তবুও আমি আশা করি প্রত্যেকে নানা রকম ফুটন্ত ফুলের ও সবুজের উজ্জ্বল রংগুলো উপভোগ করবেন। সবাইকে বসন্তের শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।