ঢাকা: রাজধানীর মতিঝিল এজিবি কলোনির একটি বাসা থেকে মুরসালিন (২৬) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুরসালিন গাড়ির ড্রাইভার হিসেবে চাকরি করতেন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে তিনটার দিকে কলোনির আইডিয়াল জোনের ৯০/৮ নম্বর বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার আবুল হাশেমের ছেলে মুরসালিন। স্ত্রী তানজিনা ইয়াসমিন তন্নীকে সঙ্গে নিয়ে এজিবি কলোনিতে তার শ্বশুর বাড়িতে থাকতেন তিনি।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ দাস বৈরাগী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে শুক্রবার রাতে ওই বাসা থেকে শায়িত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে কোথায় আঘাত কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে, গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ রয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার স্ত্রীর পরিবার দাবি করলেও মুরসালিনের পরিবার হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে এবং তারা মৌখিকভাবে অভিযোগ দিয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এজেডএস/এএটি