জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী ইকরগাড়া গ্রামে ৩৩ শতাংশ জমির করলার ক্ষেত রাতের আঁধারে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় পথে বসেছে মোসলেম উদ্দীন নামে এক দরিদ্র কৃষক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইকরগাড়া গ্রামের মাঠে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেনের জমি কটকবলা নিয়ে চাষাবাদ করেন প্রতিবেশী মোসলেম উদ্দীন নামে এক কৃষক। গেল ৩ মাস আগে তিনি বেশি লাভের আশায় আলুর পরিবর্তে রংপুরিয়া সোনামুখি জাতের করলা চাষ করেন। আর মাত্র সপ্তাহ দুয়েক পরই পর্যায়ক্রমে তিনি অন্তত আড়াই থেকে ৩ লাখ টাকার করলা বিক্রি করতেন। এরই মধ্যে শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ৩৩ শতাংশ জমির সবগুলো করলার গাছ কেটে ফেলে।
এ ঘটনায় ভুক্তভোগীরা আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানায়।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এনটি