ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
সাভারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

সাভার (ঢাকা): সাভারে নিখোঁজ হওয়ার সাত দিন পর একটি ডোবা থেকে শিশু তওহিদ বিশ্বাসের (দেড় বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সাভারের চাকুলিয়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাওহিদ বিশ্বাস সাভারের চাকুলিয়া গ্রামের মন্সুর আহমেদের ছেলে।

পুলিশ জানায়, গত ৭ ফেব্রুয়ারি নিখোঁজ হয় তাওহিদ। এ বিষয়ে থানায় একটি জিডি করেন শিশুটির বাবা। সাত দিন পর শনিবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে ফোন দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার আলী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।