ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ দুর্ঘটনাকবলিত ইজিবাইক

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টার দিকে উপজেলার চুকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইজিবাইক চালক ইউনুস আলী (৩৫), যাত্রী মো. হাবিবুর রহমান (৪০) ও  রাজিবুল ইসলাম (৪০)।

পুলিশ ও এলাকাবাসী জানান, অসুস্থ হাবিবুরকে চিকিৎসার জন্য পাইকগাছার গদাইপুরের বাসিন্দা রাজিবুল খুলনায় নিয়ে আসেন। মহানগরের ময়লাপোতা এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা শেষে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। তাদের বহনকারী ইজিবাইকটি চুকনগর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ঢাকাগামী বাসের চালক বেপরোয়াভাবে বাস চালিয়ে যাচ্ছিল। হঠাৎ সামনে ইজিবাইক চলে এলে তিনি বাস নিয়ন্ত্রণ করতে পারেননি। ইজিবাইটিকে চাপা দিয়ে তিনি ঢাকা না গিয়ে খুলনার দিকে এসে কাঁঠালতলায় বাস ফেলে পালিয়ে যান।

ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ তানভির হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। মরদেহগুলো উদ্ধার করে পুলিশের সহায়তায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।