ঢাকা: শিশু একাডেমির মাধ্যমে সারা দেশে শিশু বিষয়ক কার্যক্রম সম্প্রসারিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রোববার (১৪ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য বেগম শবনম জাহান, বেগম লুৎফন নেসা খান, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান এবং বেগম কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।
সভায় ১৯তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ করা হয়। কমিটিতে ১৯তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা হয় এবং সিদ্ধান্তসমূহ দ্রুততম সময়ে সমাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসকে/কেএআর