ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার করলো এপিবিএন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
টেকনাফে অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার করলো এপিবিএন

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের হাতে অপহৃত জাফর আহমেদ (৩৫) নামে এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের ২৫ নম্বর লেদা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়।

সোমবার সকালে ১৬ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম তারিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

অপহৃত জাফর আহমেদ লেদা ক্যাম্পের ডি/১৫ ব্লকের খুইল্লা মিয়ার ছেলে।

১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক বাংলানিউজকে জানান, একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী শনিবার রাতে জাফর আহমেদকে তার ঘরে থেকে অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়। বিষয়টি তার স্বজনেরা এপিবিএনকে জানালে 
আলীখালী এপিবিএন ক্যাম্পের সদস্যরা সম্ভাব্য সব স্থানে অভিযান পরিচালনা করে।
অবশেষে রোববার রাত ৯টার দিকে অপহৃত জাফর আহমেদকে উদ্ধার করে এপিবিএন ক্যাম্পে আনা হয়।  

তিনি আরও জানান, ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত বুধবার (১০ ফেব্রুয়ারি) ক্যাম্প-২২ থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা পাঁচজন রোহিঙ্গা মাঝিকে অপহরণ করে। তাদের মধ্য থেকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উখিয়াস্থ ক্যাম্প-১৪, হাকিম পাড়া ব্লক এ-৪ থেকে ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নজু মিয়ার ছেলে এ-ব্লকের হেড মাঝি ইউসুফ, জুলফিকার আলীর ছেলে বি-ব্লকের হেড মাঝি আবু মুসা, হারুন-অর রশিদের ছেলে ডি-ব্লকের হেড মাঝি সাব্বির এবং একদিন পর বালুখালী ক্যাম্প এলাকা থেকে আমানুল্লাহ ও রফিক নামে আরও দুই রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এসবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।