ঢাকা: করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রতিরোধী টিকা নিয়ে ভীতসন্ত্রস্ত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে করোনা প্রতিরোধী টিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এরপর পর্যাক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনার টিকা নেন। পরে তাদের তিনজনকেই ৩০ মিনিটের অবজারভেশনে রাখা হয়। তবে, এ সময় তাদের কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া লক্ষণীয় করা যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড প্রতিকূলতা থেকে আজ আমরা এমন একটা জায়গাতে এসেছি যে, আমাদের দেশে কোভিড সংক্রমণের রেট কমে গেছে। এগুলো সব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সময় উপযোগী সিদ্ধান্তের কারণেই। এখন কোভিড নিয়ন্ত্রণের তালিকায় ১৭তম স্থানে বাংলাদেশ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন দেশে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়, তখন আমরা কিংকর্তব্যবিমুঢ় হয়ে গিয়েছিলাম। তখন আমরা জানতাম না যে, কিভাবে এটা নিয়ন্ত্রণ করতে হয়। তখন পুলিশের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। সেসময় পুলিশ সদস্যরা একের পর এক আক্রান্ত হতে থাকেন। এরপর পুলিশ হাসপাতালের সেবার মান করোনা নিয়ন্ত্রণের জন্য এমন একটি জায়গায় এলো, সবাই বলা শুরু করলো যে, সিএসই ও পুলিশ হাসপাতাল একই সমান্তরাল লাইনে চলছিল। কে প্রথম আর কে দ্বিতীয় তা বলা যায়নি। তিনি বলেন, পুলিশ সদস্যরা ফ্রন্টলাইনের হিসেবে কাজ করেছেন। তারা সংক্রমণ নিয়ে আতঙ্কিত হয়নি। পুলিশ নিজেরা আক্রান্ত হলেও দাফনের কাজেও পুলিশ সদস্যরা এগিয়ে এসেছেন।
বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদের সঠিক সিদ্ধান্ত পুলিশ সদস্যদের সংক্রমণরোধ করা সম্ভব হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ হাসপাতালের চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্যদের তদারকির মাধ্যমে এই রাজারবাগ পুলিশ হাসপাতাল আজ অত্যাধুনিকে একটি হাসপাতালে পরিণত হয়েছে এবং এই সেবা যারা নিয়েছেন তারা সবাই মনে রাখবে। করোনার টিকা দেওয়ার কার্যক্রমেও পুলিশ হাসপাতাল পিছিয়ে নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন কেউ যেন এই টিকা দেওয়া থেকে বাদ না পড়ে। পুলিশ বাহিনীর সব সদস্যরাই যেন টিকা নেন। শুধু রাজারবাগ পুলিশ হাসপাতালই নয়, দেশের সব পুলিশ হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতালে তারা (পুলিশ সদস্যরা) টিকা নিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার টিকা বাংলাদেশে আসবে কি আসবে না অনেকেই বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ছিলেন। কোনো বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হয়নি। সময়মত বাংলাদেশে টিকা এসেছে এবং তা জনগণকে দেওয়া হচ্ছে। অনেক দেশ এখন পর্যন্ত করোনা প্রতিরোধী টিকা পায়নি। সারাদেশে করোনা প্রতিরোধী টিকা দেওয়ার কাজ চলছে। টিকা নিয়ে ভীতসন্ত্রস্ত হওয়ার কিছু নেই। নির্ভয়ে সবাই টিকা নিতে পারেন। টিকা নিয়ে দেশকে করোনামুক্ত করুন।
রাজারবাগ পুলিশ লাইন্সে করোনা প্রতিরোধী টিকা দেওয়ার জন্য ১৮টি বুথ স্থাপন করা হয়েছে। এতে প্রতিদিন তিন হাজার মানুষকে টিকা দেওয়া হচ্ছে। পুলিশ সদস্য ছাড়াও সাধারণ জনগণও রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে এসে টিকা নিতে পারছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এসজেএ/এএটি