মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করার দায়ে তিন প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, রাজনগর উপজেলার বানারাই বাজার, মাদরাসা বাজার, রাজনগর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেস্টুরেন্ট, ফার্মেসি এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও প্রসাধনী বিক্রি করার জন্য তাকে রাখা, একই ফ্রিজে বাচ্চাদের খাদ্য ও কাঁচা খাদ্যপণ্য সংরক্ষণ করা, মূল্য তালিকা না রাখা, ট্রেড লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বানারাই বাজারে অবস্থিত হাসান ভেরাইটিজ স্টোরকে দুই হাজার ৫০০ টাকা, মাদরাসা বাজারে অবস্থিত তাহসিনা অ্যান্ড তাসমিনা ভেরাইটিজ স্টোরকে তিন হাজার টাকা ও রাজনগর রোডে অবস্থিত জ্যোতি স্টোরকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্যমূল্যে পাওয়া নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্যপণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে সেই লক্ষ্যে প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
বিবিবি/আরবি