ঢাকা: রাজধানীর মগবাজারে একটি বাসায় নাঈম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার স্ত্রী সাজেদা জানান, নাঈম একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন আর তিনি টিউশনি করতেন। দুপুরে শরীর খারাপ থাকায় নাঈম কাজে যাননি। স্বামী ও স্ত্রী দু’জনে এক সঙ্গে ঘুমিয়েছিলেন। সাজেদার ঘুম ভাঙলে নাঈমকে বিছানায় না দেখে পাশের রুমে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বলে দাবি করেন তিনি।
তিনি জানান, নাঈমকে নিচে নামিয়ে তিনি স্বজনদের খবর দেন। স্বজনরা এলে নাঈমকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঈমের বড় বোন মেহরুন আক্তার জানান, ১ ফেব্রুয়ারি প্রেমের সম্পর্কে সাজেদাকে বিয়ে করেন নাঈম। এরপর থেকে আমরা একই সঙ্গে এক বাসায় ভাড়া থাকি।
তিনি জানান, সাজেদা খুব বদমেজাজী। আজকে বাসায় তারা দু’জন ছাড়া আর কেউ ছিল না। দুপুরে সাজেদা আমার মোবাইল নম্বরে কল দিয়ে এ ঘটনা জানান। পরে বাসায় গিয়ে নাঈমকে অচেতন অবস্থা দেখতে পাই। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। নাঈমের মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে বলেও জানান মেহরুন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নাঈমের মরদেহ মর্গে রাখা আছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এজেডএস/আরআইএস