ঢাকা: রাজধানীর বিমানবন্দর বলাকা ভবন রাস্তা সংলগ্ন ঝোপঝাড় থেকে একটি জীবিত নবজাতকে (মেয়ে) উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক দুই থেকে তিন দিন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই নবজাতটিকে উদ্ধার করা হয়। দুপুরের পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম রাজিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বলাকা ভবনের এক কর্মী রেহানা সেখানে পরিষ্কার করতে গিয়ে ওই নবজাতকটিকে দেখতে পায়। পরে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করি। নবজাতকটি এখন পর্যন্ত ভালো আছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, নবজাতকটির চিকিৎসা চলছে। তাকে সব ধরনের সেবা দেওয়া হচ্ছে।
পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক আরও বলেন, শিশুটি ভালো আছে। তার ওজন আড়াই কেজি। শুধু তার নাভী দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। সেটা বন্ধ করা হয়েছে। এছাড়া অক্সিজেন না লাগলেও সামান্য সাপট দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এজেডএস/এএটি