ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘সড়কে বিশৃঙ্খলা বাড়ার কারণ মোটরসাইকেলের নিবন্ধন ফি কমানো’

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
‘সড়কে বিশৃঙ্খলা বাড়ার কারণ মোটরসাইকেলের নিবন্ধন ফি কমানো’ ফাইল ছবি

ঢাকা: মোটরসাইকেলের নিবন্ধন ফি কমানো হলো। এতে দিন দিন মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যাচ্ছে।

যার কারণে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। প্রতি বছর গাড়ির সংখ্যা বাড়ছে কিন্তু সড়কের পরিধি বাড়ছে না। ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ সড়ক পরিবহনের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক তাজুল ইসলাম।

নুর মোহাম্মদ বলেন, এই জরিপের পরিধি ও বিশ্লেষণে যা দেখছি তা জিডিপিতে বিশেষ অবদান রাখবে। এছাড়া এসডিজি অর্জনেও এই জরিপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমাদের সড়কে অনেক বিশৃঙ্খলা রয়েছে। বিআরটিএ হিসাব অনুযায়ী প্রতিবছর আমরা ৪ লাখ গাড়ির রেজিস্ট্রেশন দিচ্ছি। আমাদের জরিপের সঙ্গে বিবিএসের জরিপের কিছুটা ফারাক রয়েছে। তবুও আমরা আশা করি, এই জরিপ থেকে প্রদত্ত ফলাফল পেয়ে আমরা সুফল পাবো।

বেসরকারি বাণিজ্যিক যান্ত্রিক এবং অ-যান্ত্রিক সড়ক ও নৌ-যান জরিপ ২০১৯ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়। মর্ডানাইজেশন অব ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিসটিকস প্রকল্পের আওতায় জরিপটি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক তাজুল ইসলাম বলেন, আমরা বিবিএসের পক্ষ থেকে প্রতিনিয়ত তথ্য ঘাটতি দূর করতে নানা ধরনের জরিপ করে থাকি। ২০০৯ সালের পর ২০১৯ সালে তথ্য উপাত্ত নিয়ে এই জরিপটি করি। আমরা জিডিপির একটা ভিত্তি বছর করছি। আগে আমাদের জিডিপির ভিত্তি বছর ছিল ২০০৫-০৬। নতুন ভিত্তি বছর ২০১৫-১৬ করার প্রক্রিয়ায় আছি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এমআইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।