ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
জামালপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন প্রতীকী

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাঁচজন।  

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খানের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত চারজন হলেন- বকশীগঞ্জের উত্তর মাঝপাড় গ্রামের মৃত সালাম মিস্ত্রির ছেলে হানিফ মিস্ত্রি (৪৫), সীমারপাড় গ্রামের বাচ্চু শেখের ছেলে মো. ফরিদ (৩৫), আব্দুল লতিফের ছেলে ফরিদ মিয়া (৪০) ও মৃত হাসেন আলীর ছেলে আহাদ আলী (৩৫)।

মামলার অভিযোগে জানা যায়, ২০১৬ সালের ২৯ এপ্রিল দিনগত রাত ১১টার দিকে বাজারে যাবার কথা বলে বাড়ি থেকে বের হন আক্কাস আলী ওরফে সাদা আক্কাস (৪৫)। সেই রাতে কুটির ঘাট এলাকার হানিফ মিস্ত্রির বাড়ির আঙিনায় জুয়ার আসরে জুয়া খেলতে বসেন তিনি। রাতের কোনো এক সময় আসরে টাকা নিয়ে জুয়াড়িদের সঙ্গে আক্কাসের বাক-বিতণ্ডা হলে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ধানক্ষেতে মরদেহ ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে নয় জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৭ জন সাক্ষীর মধ্যে ১৪ জন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য, প্রমাণ শেষে ওই চার জনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন আদালত। আর নির্দোষ প্রমাণিত হওয়ায় একই মামলার অন্য পাঁচ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।  

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী নির্মল কান্তি ভদ্র।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।