নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভেজালবিরোধী অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা শহরের শহীদ জহরুল হক সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে সার্বিক সহযোগিতায় ছিলেন র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা ও সৈয়দপুর উপজেলা প্রশাসন।
সহকারী কমিশনার মো. রমিজ আলম বাংলানিউজকে জানান, খাদ্যে ভেজাল, পণ্যের মূল্য টাঙানো না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য ও অন্য প্রতিষ্ঠানের লোগো ও প্যাকেট ব্যবহার করে স্থানীয় চাল বাজারজাত করার অপরাধে মেসার্স ইমরান ট্রেডার্সকে ৭ হাজার, আরিফুল ট্রেডার্সকে ৩০ হাজার, জাহিদ স্টোরকে ৩ হাজার ও আশরাফ ট্রেডার্সকে ১০ হাজাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এসআরএস