ঢাকা: শ্যামপুর খালের বউবাজার সীমানার মধ্যে থাকা অবৈধ ৪০টি স্থাপনা এবং মান্ডা খালের ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ ইরফান উদ্দিন আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিটি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শ্যামপুর খাল সংলগ্ন বউবাজার এলাকায় খাল পুনরুদ্ধার কাজের অংশ হিসেবে দ্বিতীয় দিনের অভিযানে খালের নির্ধারিত সীমানার মধ্যে থাকা ৪০টি বাড়িঘর ও দোকানপাট ভেঙে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ইরফান উদ্দিন।
অপরদিকে সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৭২ নম্বর ওয়ার্ডের মান্ডা খাল ও ৬ নম্বর ওয়ার্ডের কমলাপুর খালের দুই পাশ থেকে ১৫টি অবৈধ স্থাপনা, বাড়িঘর উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
আরকেআর/এএ